kalerkantho


সিরিয়ায় পৃথক ৪ স্থানে বিস্ফোরণ, নিহত ১৮

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১০সিরিয়ায় পৃথক ৪ স্থানে বিস্ফোরণ, নিহত ১৮

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পৃথক চার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বিস্ফোরণ স্থানগুলোর মধ্যে রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর টারটাসে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছে রাশিয়ান একটি নৌঘাঁটি অবস্থিত। এ ছাড়া হোমস, দামেস্ক ও হাসসাক শহরে পৃথক বিস্ফোরণের ঘটনায় মোট ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে।

 


মন্তব্য