kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


আমিরাতে ঈদের সরকারি ছুটি শুরু ৯ সেপ্টেম্বর

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪২আমিরাতে ঈদের সরকারি ছুটি শুরু ৯ সেপ্টেম্বর

ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বেসরকারি সেক্টরের জন্য ছুটি থাকছে তিন দিন। সরকারি সেক্টরে আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর। আর বেসরকারি সেক্টরে ছুটি থাকবে ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।

আমিরাত মন্ত্রিসভার বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম তার অফিসিয়াল টুইটারের মাধ্যমে সরকারি সেক্টরে ছুটির ঘোষণা দেন। অন্যদিকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারের মাধ্যমে বেসরকারি সেক্টরের ছুটির তারিখ ঘোষণা করা হয়।

 


মন্তব্য