kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


পোপকে গান শোনাবেন রিটা

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২৪পোপকে গান শোনাবেন রিটা

রবিবার সাধ্বী হচ্ছেন মা টেরিজা। আগের রাতে সেন্ট পিটার’‌স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসকে গান শোনাচ্ছেন পপস্টার রিটা ওরা।

টেরিজার মতো তাঁরও জন্ম আলবেনিয়ায়। এক বছর বয়সে মা, বাবার সঙ্গে লন্ডন চলে যান। শনিবার ক্রিসমাসের ক্যারোল ‘‌হোয়াট চাইল্ড ইজ দিস?‌’‌ শোনাবেন রিটা। সঙ্গে কিছু আলবেনিয়ার গান। ওটাই অনুষ্ঠানের থিম। রিটা ছাড়াও আলবেনিয়ার এরমোনেলা জাহো, ইনভা মুলা, সামির পিরগুও গাইবেন।

সূত্র: আজকাল


মন্তব্য