kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


ভুমিকম্পের আঘাতে ঘুম ভাঙ্গল আমেরিকাবাসীর

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৯ভুমিকম্পের আঘাতে ঘুম ভাঙ্গল আমেরিকাবাসীর

ভুমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ওকলাহোমা, মিসৌরি, টেক্সাস ও ইলিনয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে ওই কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ।

সে দেশের সাপ্তাহিক ছুটির দিনের প্রাক্কালে এই ভুমিকম্পের আঘাতে বেশ কিছু  ঘরবাড়ি ধসে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ছবি শেয়ার করতে দেখা যায় স্থানীয়দের। ভুমিকম্পের প্রথম আঘাতের পর আফটার শক অনুভূত হয়।

প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ভুমিকম্পটির উৎপত্তি ছিল ভূগর্ভের ৭ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মন্তব্য