kalerkantho


ভারতে আবারও মৃতদেহ নিয়ে হাঁটতে বাধ্য হলেন বাবা-মা!

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০২ভারতে আবারও মৃতদেহ নিয়ে হাঁটতে বাধ্য হলেন বাবা-মা!

একের পর এক অমানবিক ঘটনা যখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ববিবেক তখন যেন কিছু মানুষ মানবিকতার চরম অবমাননায় ব্যস্ত! স্ত্রীর মৃতদেহ নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটেছিলেন কালাহান্ডির দানা মাঝি। এবার মালকানগিরিতে সাত বছরের মৃত মেয়েকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে  ৬ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হলেন বাবা-মা!

মিথালি হাসপাতাল থেকে বর্ষা খেমেডু নামে অসুস্থ ওই শিশুকে নিয়ে মালকানগিরি জেলা হাসপাতালে যাচ্ছিলেন তার বাবা-মা।  অভিযোগ, মাঝপথে অসুস্থ শিশুটির মৃত্যু হয়েছে একথা জানার পরই,  সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে তাঁদের জোর জবরদস্তি নামিয়ে দেন চালক। বাধ্য হয়েই মৃত মেয়েকে বুকে আঁকড়ে বাড়ির পথ ধরেন বাবা-মা। পথে এই দৃশ্য দেখে তাদের প্রশ্ন করেন স্থানীয়রা। অমানবিক এই ঘটনার কথা জানার পর স্থানীয় জনতাই প্রশাসনকে খবর দেন। এরপর দেহ নিয়ে যাওয়ার জন্য আরেকটি গাড়ির ব্যবস্থা করা হয়। ততক্ষণে তারা হেঁটেছেন ছয় কিলোমিটার পথ।

যথারীতি এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঝড় উঠেছে নিন্দার। মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা অ্যাটেন্ডেন্ট এবং ফার্মাসিস্টের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এরকম ঘটনা কি আদৌ থামবে?


মন্তব্য