kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে লড়বেন সিধু

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৪৪নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে লড়বেন সিধু

আপ বা কংগ্রেস নয়, নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে লড়বেন নবজ্যোৎ সিং সিধু। ৯ সেপ্টেম্বরের মধ্যে ‘‌আওয়াজ–ই–পাঞ্জাব’‌ নামে নতুন দল ঘোষণা করবেন। তাঁর স্ত্রী নবজ্যোৎ কৌর সিধু শুক্রবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন দলের কথা জানিয়েছেন। জুলাই মাসে বিজেপি’র সাংসদ পদ ছাড়েন সিধু। আপ–এ যোগ দেবেন বলে কথাও শুরু হয়। তবে সূত্রের খবর, সিধু নাকি তাঁকে পাঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার দাবি করেন। তাছাড়া স্ত্রীর জন্য একটি আসনেরও দাবি করেন তিনি। সে সব মেনে নেননি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মাঝে পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং-এর সঙ্গেও কথাবার্তা হয়। তবে কেউই শর্তসাপেক্ষে সিধুকে দলে নিতে চায়নি। এই অবস্থায় নতুন দল গড়ছেন সিধু। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন প্রাক্তন হকি খেলোয়াড় পরগত সিং এবং লুধিয়ানার নির্দল বিধায়ক সিমর্জিত সিং বেয়ান। একটি টিভি চ্যানেলে বেয়ান জানিয়েছেন, ‘নতুন দলের মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছেন সিধু। ‌অ-অকালি, অ-কংগ্রেসি এবং অ-আপ সমমনোভাবাপন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। ’‌

সূত্র: আজকাল


মন্তব্য