kalerkantho


বাগদাদে বিস্ফোরণে নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩২বাগদাদে বিস্ফোরণে নিহত ৪

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বে শুক্রবার এক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দু’জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। পুলিশ এবং হাসপাতাল সূত্রে এই সংখ্যা পাওয়া গেছে। বিষ্ফোরণের পর কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। প্রাথমিকভাবে বলা হচ্ছে, দুর্ঘটনাবশত: অগ্নিকান্ডের ফলে এই বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স।

বিষ্ফোরণের ফলে অস্ত্রাগারটি নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে ১৫মিটার গভীর এবং ২০মিটার প্রশস্ত একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বিষ্ফোরণের ফলে বেশ কিছু গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ির ক্ষতি হয়েছে। উল্লেখ্য, গত দুই বছর আগে এলাকাটিতে ইসলামী জঙ্গিদল আইএসএর সঙ্গে স্থানীয় বাহিনীর লড়াই হয়েছিল।


মন্তব্য