kalerkantho

26th march banner

নাগার্নো কারাবাখে সংঘর্ষ, ৩০ সেনা নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ১১:০৬নাগার্নো কারাবাখে সংঘর্ষ, ৩০ সেনা নিহত

বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আকস্মিক যুদ্ধে উভয় দেশের কমপক্ষে ৩০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। হঠাৎ শুরু হওয়া এ যুদ্ধে ককেসাস অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে, যুদ্ধ শুরুর জন্য পরস্পরকে দোষারোপ করছে দেশ দুটি। আজারবাইজানের দাবি, যুদ্ধে তাদের ১২ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া তাদের একটি উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, আর্মেনিয়ার প্রেসিডেন্ট সিরাজ সারকিসিয়ান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে দাবি করেছেন, আকস্মিক এই যুদ্ধে তাদের ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩৫ সেনা। এদিকে, নাগরনো-কারাবাখে যুদ্ধ বন্ধে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সংবাদ সংস্থাগুলোকে এ তথ্য জানিয়েছেন।

 


মন্তব্য