kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


বুরুন্ডিতে পুলিশ পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের

কালের কণ্ঠ অনলাইন   

২ এপ্রিল, ২০১৬ ১০:৪৩বুরুন্ডিতে পুলিশ পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের

বুরুন্ডিতে নিজস্ব পুলিশ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির নিরাপত্তা পরিষদে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে।

ফ্রান্সের তৈরি প্রস্তাবটির খসড়া জাতিসংঘে পাস হওয়ার পর মহাসচিব বান কি-মুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এখন প্রস্তাবটি বাস্তবায়নে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার সঙ্গে আলোচনা করতে হবে তাকে।

তবে এনকুরুনজিজা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তার দেশে তিনি জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপকে ভালো চোখে দেখবেন না। গত বছরের এপ্রিল মাসে যখন প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন, তখন থেকেই বুরুন্ডিতে অস্থিরতার শুরু। বিরোধীদের বক্তব্য, এভাবে তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়া অবৈধ।

সহিংসতা শুরু পর এ পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আহত হয়েছেন আরো সহস্রাধিক। চলতি বছর জানুয়ারি মাসে জাতিসংঘ জানায়, বুরুন্ডিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার নামে হত্যা, ধর্ষণ, গণধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে প্রমাণ পাওয়া গেছে।

 


মন্তব্য