kalerkantho


চীনে নিষিদ্ধ হলো ‘এপ্রিল ফুল’ দিবস পালন

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ২০:৫৮চীনে নিষিদ্ধ হলো ‘এপ্রিল ফুল’ দিবস পালন

পশ্চিমা সংস্কৃতির অংশ গণ্য করে ‘এপ্রিল ফুল’ দিবস পালন নিষিদ্ধ করেছে চীন। দেশটির সরকার মনে করছে, গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার মতো এপ্রিল মাসের প্রথম দিন এপ্রিল ফুল পালন করা পশ্চিমা চিন্তাধারার অংশ।
এর আগে এপ্রিল মাসের প্রথম দিনে একজন আরেকজনকে বোকা বানিয়ে মজা করতো চীনারা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘এপ্রিল ফুল দিবস আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অথবা সমাজতান্ত্রিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সরকার আশা করছে, কেউ কোনো গুজবে বিশ্বাস, গুজব তৈরি অথবা গুজব ছড়াবে না।’
গত তিন বছর ধরে গুজব ছড়ানো বন্ধ করতে এবং এটাকে একটা অপরাধ হিসেবে বিবেচনা করে সামাজিকমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চীন। এরই অংশ হিসেবে এপ্রিল ফুল পালনও নিষিদ্ধ করল সরকার। তবে এর মধ্যে অনেকে বিভিন্ন সামাজিকমাধ্যমে নানা রকমের মশকরা করেছে।
একজন লিখেছে, ‘প্রতি দিনই এপ্রিল ফুল দিবস।’ আরেকজন লিখেছে, ‘এটা আসলে সিনহুয়ার একটি কৌতুক।’


মন্তব্য