kalerkantho

26th march banner

ইস্ট সাগরে 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছে উত্তর কোরিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৭:০৫ইস্ট সাগরে 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইস্ট সাগরে একটি 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর ১টায় এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ।  

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহ্যাপের খবরে বলা হয়, সন্দেহজনক ক্ষেপণাস্ত্রটি কোন পথে গেছে তা বিশ্লেষণ করছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা।  

এর আগে গত জানুয়ারি মাসে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পিয়ংইয়ং। এ ছাড়া গত মাসের গোড়ার দিকে ইস্ট সাগরে পাঁচটি ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।  

এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতার জবাবে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা কোরয়ী উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মহড়া চলবে বলে কথা রয়েছে। এ মহড়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু স্থাপনায় হামলার অনুশীলন চালানো হয়েছে। পিয়ংইয়ং এ মহড়াকে উস্কানি হিসেবে চিহ্নিত করেছে। খবর রয়টার্সের।


মন্তব্য