kalerkantho


২১ শতকের শেষে ৬ ফিট ফুলবে সমুদ্র, ডুবে যাবে অনেক স্থলভাগ

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ০৮:৩৩২১ শতকের শেষে ৬ ফিট ফুলবে সমুদ্র, ডুবে যাবে অনেক স্থলভাগ

আভাসটা নতুন নয়। তবে এবার বিজ্ঞানীরা যে হিসাবটা দিয়েছেন তা রীতিমতো আতঙ্কের। এর আগেও একাধিকবার বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আন্টার্কটিকার বরফ গলে সমুদ্রের পানি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন তাঁরা। কিন্তু, এবারের হিসাবটা চমকে দেওয়ার মতো। চলতি শতকের শেষে প্রায় ৬ ফিট বাড়বে সমুদ্রের পানির উচ্চতা। ফলে পানির তলায় চলে যাবে অনেক স্থলভাগ। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক পত্রিকা 'নেচার'-এ।

ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ডিকন্টো এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড পোলার্ড বিজ্ঞানবিষয়ক গবেষণাপত্র নেচারে এই আশঙ্কার কথা জানিয়েছেন। তবে আতঙ্কের এখানেই শেষ নয়। তাঁদের দাবি, ২৫০০ সালের মধ্যে বরফ গলে প্রায় ৫০ ফিট বাড়বে সমুদ্রের উচ্চতা।

গবেষণাপত্রে দুই বিজ্ঞানী দাবি করেছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলেই দ্রুতহারে বাড়বে বরফ গলার হার ও সমুদ্রের পানির উচ্চতা। শুধু নেচারই নয়, একই দাবি করা হয়েছে আমেরিকার ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টারের তরফেও। আন্টার্কটিকার বরফ গলার হার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরাও।


মন্তব্য