kalerkantho


হাঙ্গেরির সাহিত্যে নোবেল বিজয়ী ইমরে কার্তেজ আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ১৭:৪৭হাঙ্গেরির সাহিত্যে নোবেল বিজয়ী ইমরে কার্তেজ আর নেই

হাঙ্গেরির নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক ইমরে কার্তেজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর প্রকাশক একথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র। ম্যাগভেতো পাবলিশিংয়ের পরিচালক ক্রিজতিয়ান নিয়ারি বলেন, ‘কার্তেজ বিংশ শতাব্দিতে হাঙ্গেরির অন্যতম প্রভাবশালী লেখক ছিলেন।’


মন্তব্য