kalerkantho


বাড়তে পারে হতাহতের সংখ্যা

কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে বহু হতাহত

নিজস্ব প্রতিবেদক কলকাতা   

৩১ মার্চ, ২০১৬ ১৪:৩৪কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে বহু হতাহত

কলকাতার চিৎপুর ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল গণেশ স্টকিজ এলাকায় নির্মীয়মান উড়ালপুল ভেঙে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্য হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। কলকাতার বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। ভোটের মুখে এই ধরনের একটি দুর্ঘটনায় কার্যত প্রশাসন কিংকর্তব্যবিমূঢ়। এদিন স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ছাড়াও স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। গত সপ্তাহ থেকেই উড়ালপুলের কিছু অংশের কাজ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, উড়ালপুলের নিচ দিয়ে ঘটনার সময় বহু মানুষ যাতায়াত করছিলেন, এমন কি বেশ কয়েকটি বাস ও অটোরিকশাও চলছিল। সেখানে বাসস্ট্যান্ড এবং অটোস্ট্যান্ডও রয়েছে। ছিল ট্রামলাইন ওই সময় ট্রামও চলছিল। স্থানীয় মানুষের অনুমান এই ঘটনার ব্রিজের তলায় অন্তত দেড় থেকে দুই শ জন চাপা পড়েছেন।


মন্তব্য