নাইজারে বোকো হারাম জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে। নাইজেরিয়া সীমান্তসংলগ্ন ডিফা নামের একটি শহরের কাছে বুধবার এই হামলা চালানো হয়। দুই সপ্তাহ আগে একই এলাকায় বোকো হারাম জঙ্গিরা এক সেনা গাড়িবহরের ওপর হামলা চালালে একজন সেনা নিহত হন।
বোকো হারাম মূলত নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী হলেও ইসলামপন্থী এ্ই সংগঠনকে বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীকে মোকাবিলা করতে হচ্ছে। এদের মধ্যে নাইজারও রয়েছে। নাইজারের সেনাদের ওপর হামলার এই ঘটনায় আরো তিন সেনা আহত হয়েছেন। হামলার পরপরই হামলাকারীদের খোঁজে উড়োজাহাজের মাধ্যমে অনুসন্ধান চালানো হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের