kalerkantho


কেমন পুরুষসঙ্গী পছন্দ, বলবে শোওয়ার ভঙ্গিমা

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৬ ২২:৪৮কেমন পুরুষসঙ্গী পছন্দ, বলবে শোওয়ার ভঙ্গিমা

সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এখনও নারীদের মধ্যে নানা ট্যাবু রয়ে গেছে। এই বিষয় এখনও গ্রামের পাশাপাশি শহরের নারীরাও অকপটে সমস্ত সমস্যার কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। জানেন কি, ঘুমের মধ্যে আপনার শোওয়ার ভঙ্গিই বলে দেবে কেমন সঙ্গী পছন্দ আপনার।

জেনে নিন কেমন শোওয়ার ভঙ্গি হলে সঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ আপনার—

• অনেক মহিলারই একদিকে বেঁকে পা কুঁকড়ে শোওয়ার প্রবণতা থাকে, এরকম মহিলারা বাইরে থেকে শক্ত হলেও মনে মনে খুবই নরম হন৷ এই সমস্ত মহিলাদের রোম্যান্টিক পুরুষ পছন্দ৷

• যে সব মহিলা চিৎ হয়ে হাতগুলি দু'পাশে রেখে ঘুমোতে ভালবাসেন তাঁরা খুবই রিজার্ভড প্রকৃতির হন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম মেনে চলেন৷ ক্যারিশম্যাটিক সঙ্গী পছন্দ করেন এই প্রকৃতির মহিলারা৷

• যে সব মহিলা ঘুমের সময় মাথার নিচে হাত রেখে ঘুমোতে ভালবাসেন, এই ভঙ্গীকে বলে স্টারফিস পজিশন৷ জীবনে বন্ধুত্বই একমাত্র ধ্যানজ্ঞান এই প্রকৃতির মহিলাদের৷ এঁরা অভিজ্ঞ পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করতে ভালবাসেন৷

• যে সব মহিলা উপুড় হয়ে বালিশ নিচে রেখে ঘুমোন তাঁর খুবই স্পর্শকাতর ব্যক্তি হন৷ একটু সমালোচনাতেই কাতর হয়ে পড়েন৷ আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করেন এঁরা৷

• যে সব মহিলা পাশ ফিরে গুটিশুটি মেরে শুয়ে থাকেন তাঁরা মিষ্টি নরম স্বভাবের পুরুষ পছন্দ করেন।

- সূত্র : সংবাদ প্রতিদিন


মন্তব্য