kalerkantho


আমার বুকে হাত দিয়েছে : ট্রাম্পের সভায় কিশোরী

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৬ ২২:১২আমার বুকে হাত দিয়েছে : ট্রাম্পের সভায় কিশোরী

ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থীর সভাস্থলের প্রবেশপথে গোলমরিচের গুঁড়ো ছিটানোর পর শ্লীলতাহানি করা হল এক কিশোরী প্রতিবাদীর।

মঙ্গলবার উইসকনসিনের জেনসভিলেতে হলিডে ইন এক্সপ্রেস হোটেলে ট্রাম্পের নির্বাচনী প্রচার সভার ব্যবস্থা হয়। সভাস্থলের বাইরে প্রায় এক লক্ষ ট্রাম্প বিরোধীরা জড়ো হয়েছিলেন। ওই ভিড়ের মধ্যে এক বছর পনেরোর কিশোরীর মুখে পেপার স্প্রে ছিটিয়ে দেওয়া হয়। তারপর তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ভিড়ের ভিতর এক ব্যক্তিকে লক্ষ্য করে ওই কিশোরী চিত্‍কার করছেন, 'তুমি আমার বুক স্পর্শ করেছ!'

জবাবে এক পুরুষকণ্ঠ বলে ওঠে, 'আমি ওকে মোটেই ছুঁইনি।'

এরপর কিশোরী কাউকে উদ্দেশ্য করে ঘুঁষি ছুড়লে তার মুখে কেউ কমলা রঙের পেপার স্প্রে করে। ঘটনাস্থলে উপস্থিত মহিলা সাংবাদিক মলি বেক দাবি করেন, একই সঙ্গে তাঁর মুখেও ওই স্প্রে করা হয়।

অনুষ্ঠানের আয়োজকদের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় আহত আরেক মহিলার সঙ্গে ওই কিশোরীকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘটনায় দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। এদের একজন দুই নারীর মুখে পেপার স্প্রে করে এবং অন্যজন ওই কিশোরীর শ্লীলতাহানি করে।

- সূত্র : এই সময়


মন্তব্য