kalerkantho


আরব আমিরাতে আবাসিক টাওয়ারে আগুন

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১২:২৯আরব আমিরাতে আবাসিক টাওয়ারে আগুন

সংযুক্ত আরব আমিরাতের আজমান নগরীর সোয়ান এলাকার আজমান এমিরেটস টাওয়ার ওয়ান আবাসিক প্রকল্পের অন্ততপক্ষে দুটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবিসি বলছে, মঙ্গলবার ভোরে এক টুইটে আজমান ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শীতলীকরণ প্রক্রিয়া চলছে। সোমবার রাতে আগুন লাগার পর আবাসিক ভবন দুটির সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। তবে ধোঁয়ায় দম আটকে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুবাইয়ের উত্তরের ওই আবাসিক প্রকল্পের আট নম্বর টাওয়ারে প্রথম আগুন লাগে বলে একটি অসমর্থিত সূত্র উল্লেখ করেছে। পরে ধীরে ধীরে আগুন পার্শ্ববর্তী অপর একটি ভবনেও ছড়িয়ে পড়ে। গেল এক বছরেরও বেশি সময়ের মধ্যে আরব আমিরাতে সুউচ্চ ভবনে আগুন লাগার এটি তৃতীয় ঘটনা। নতুন বছর শুরুর প্রাক্কালে দুবাইয়ের ৬৩তলা অ্যাড্রেস হোটেলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।


মন্তব্য