kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


ব্রাসেলস হামলায় নিখোঁজ রাঘবেন্দ্রন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ০০:০৬ব্রাসেলস হামলায় নিখোঁজ রাঘবেন্দ্রন নিহত

ব্রাসেলস হামলায় নিখোঁজ ভারতীয় ইনফোসিস কর্মী গনেশ রাঘবেন্দ্রনের মৃত্যুর খবর নিশ্চিত করল ভারতীয় দূতাবাস। বেলজিয়ামের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে জানান হয়েছে, মৃতদের মধ্যে রাঘবেন্দ্রমকে চিহ্নিত করা গেছে। মৃতদেহ আপাতত আমস্টারডাম হয়ে ভারতের পথে নিয়ে যাওয়া হচ্ছে। বেলিজায়ামে ভারতের রাষ্ট্রদূত মনজিভ সিং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার


মন্তব্য