kalerkantho

শুক্রবার । ২০ জানুয়ারি ২০১৭ । ৭ মাঘ ১৪২৩। ২১ রবিউস সানি ১৪৩৮।


ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় আরো দুই আমেরিকানের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৯:০৫ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় আরো দুই আমেরিকানের মৃত্যু

মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় আরো দুই মার্কিন নাগরিক মারা গেছে।
রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় আরো দুই মার্কিন নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। আমরা তাদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ’
পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছিল দেশটির দুই মার্কিন নাগরিক মারা গেছে ও কয়েকজন নিখোঁজ রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার ওই কর্মকর্তা আরো বলেন, ‘নিহতদের পরিবারের এই কঠিন সময়ে তাদেরকে দেয়ার মতো আর কোন তথ্য নেই। ’
মার্কিন দম্পতি জাস্টিন ও স্টেফ্যানি শাল্টস নিখোঁজ হয়েছে বলে জানানো হয়েছিল। শনিবার এক কর্মী ও পরিবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র দপ্তর যে চার জন মারা যাবার খবর দিয়েছিল এরা তাদের মধ্যে ছিল কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দর ও পাতালরেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৩১ জনের মৃত্যু ও ৩৪০ জন আহত হয়। ইসলামী জিহাদি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করে।


মন্তব্য