kalerkantho


সড়ক দুর্ঘটনায় সাইক্লিং প্রতিযোগীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১১:৪৫সড়ক দুর্ঘটনায় সাইক্লিং প্রতিযোগীর মৃত্যু

বেলজিয়ামে একটি সাইকেল রেসের সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আন্তোইন দেমোতি নামের একজন সাইক্লিস্ট মারা গেছেন। জেন্ট ওয়েভেলজেম নামের এই রেস উত্তর ফ্রান্সে প্রবেশের সময়ে মোটরসাইকেলের সঙ্গে কয়েকজন সাইক্লিস্টের সংঘর্ষ হয়। ২৫ বছর বয়সী বেলজিয়ান সাইক্লিস্ট দেমোতিকে ফ্রান্সের লিলি শহরের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

বেলজিয়ামের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জেন্স ডেবুশিকেও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার পরেও এই প্রতিযোগিতা অব্যাহত ছিল। ২৪৩ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় জিতেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্লোভাকিয়ার পিটার সাগান।

 


মন্তব্য