kalerkantho


জন আব্রাহাম-আয়ুষ্মান ফের জুটি?

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ২৩:৪৫জন আব্রাহাম-আয়ুষ্মান ফের জুটি?

‘ভিকি ডোনর'কে মনে আছে তো?  সেই দিল্লির ছেলেটা যার কাজ ছিল স্পার্ম ডোনেট করা৷ তার সঙ্গে প্রযোজক হিসেবে প্রথম বার দেখা দিয়েছিলেন জন আব্রাহাম৷ আর বলিউড পেয়েছিল এক নতুন নায়ক- আয়ুষ্মান খুরানা৷ দুজনেরই নতুন ভূমিকায় হাতে-খড়ি ছিল ওই ছবি৷ দর্শকদের লেটার মার্কস পেয়ে বক্স অফিসের পরীক্ষায় সসম্মানে উতরে গিয়েছিল এই জুটি৷ সে ছিল ২০১২ সালের ঘটনা৷ তারপরে জন ব্যস্ত হয়ে পড়েছিলেন তাঁর অ্যাকশনের ‘ফোর্সে', আর আয়ুষ্মান নিজের দমেই লড়ে গেছেন বলিউডে জায়গা ধরে রাখার জন্য৷

বছর তিনেক বাদে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আবার একসঙ্গে জুটি বাঁধার সম্ভাবনাকে উস্কে দিলেন জন স্বয়ং৷ টুইটারে তাঁকে ‘রকি হ্যান্ডসামে'-র জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন আয়ুষ্মান৷ তার উত্তরে রি-টুইট করে আয়ুষ্মানকে ধন্যবাদ জানান জন৷ একইসঙ্গে বলেন, ‘চাইব খুব শিগগিরিই যেন তোমার সঙ্গে একটা ছবি তৈরি করতে পারি'৷

অন্য রকম বিষয়-ভাবনা নিয়েও যে বলিউডে সিনেমা হিট করা যায়, তাঁর আদর্শ উদাহরণ ছিল ‘ভিকি ডোনর'৷ জনের জল্পনায় সেই কল্পনার পুনরাবৃত্তি দেখার আশা আবার বেড়ে উঠেছে সিনেপ্রেমীদের মধ্যে৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য