kalerkantho


বিদেশে তিন যমজ শিশু নিয়ে বিপাকে সমকামী দম্পতি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ২৩:০৬বিদেশে তিন যমজ শিশু নিয়ে বিপাকে সমকামী দম্পতি

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিতে মেক্সিকোয় গিয়ে বিপাকে নিউজিল্যান্ডের সমকামী দম্পতি৷ পোস্ট ডেলিভারি কম্প্লিকেশনে সব টাকা খুঁইয়ে আটকে পড়েছেন বিদেশে৷ দম্পতির জন্য ইন্টারনেটে সাহায্যের আবেদন  জানালেন বন্ধুরা৷

এর আগেও একবার সারোগেসির মাধ্যমে সন্তান পাওয়ার চেষ্টা করেছিলেন সমকামি এই দম্পতি৷ কিন্তু, সফল না হওয়ায় এবারে মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন তাঁরা৷ মাত্র ৩০ শতাংশ সম্ভাবনা ছিল এবারে৷ তাই, ২ জন সারোগেট মায়ের সাহায্য নেওয়া হয়েছিল৷ অবশেষে সফলতা মেলে, জন্ম হয় তাঁদের ৩ যমজ সন্তানের৷ তবে, জন্মের পরই প্রথম সন্তানের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে৷ তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে হয়৷ সেই খরচ দিতে গিয়ে পুরো টাকা শেষ হয়ে যায় তাঁদের৷

এর উপরে আবার যে এজেন্সির তাঁদের ফেরার বন্দোবস্ত করার কথা ছিল, তাঁরাও অগ্রিম টাকা নিয়ে গা ঢাকা দেয়৷ এমতবস্থায় বিদেশে বিপাকে পড়া বন্ধুদের পাশে দাঁড়িয়েছেন বন্ধুরাই৷ সমকামী দম্পতির জন্য টাকা জোগাড় করতে কোমর বেঁধে নেমে পড়েছেন তাঁরা৷ এঁদেরই একজন গ্রেস নিক্সন তৈরি করেছেন  givealittle.co.nz  নামের ওয়েবসাইট৷ যেখানে নিউজিল্যান্ডের এই দম্পতি ও তাঁদের ৩ যমজ শিশুদের ইচ্ছেমতো অর্থ সাহায্য করতে পারবেন সবাই৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য