kalerkantho


যুক্তরাজ্যে নিহত আহমাদিয়া সম্প্রদায়ের দোকানির প্রতি শ্রদ্ধা নিবেদন

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ১৬:১২যুক্তরাজ্যে নিহত আহমাদিয়া সম্প্রদায়ের দোকানির প্রতি শ্রদ্ধা নিবেদন

ব্রিটেনে নিহত মুসলিম দোকানির প্রতি শনিবার শ্রদ্ধা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘সাম্প্রদায়িক সংস্কারের’ কারণেই তার ওপর হামলা করা হয়। এই ঘটনায় এক মুসলিমকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আসাদ শাহ্ (৪০) নামের ওই ব্যক্তির মৃতদেহ স্কটিশ নগরী গ্লাসগোতে তার দোকানের বাইরে পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে তার দোকানের বাইরে পড়ে থাকতে দেখা যায়।
তিনি সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের সদস্য বলে ধারণা করা হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি পাকিস্তান থেকে ব্রিটেনে এসেছিলেন।
এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার ৩২ বছর বয়সী এক মুসলিমকে গ্রেফতার করেছে।
পুলিশের এক নারী মুখপাত্র বলেন, ‘কোন পরিস্থিতিতে এই হত্যাকা- সংঘটিত হয়েছে তা উদঘাটনে একটি তদন্ত শুরু হয়েছে। এই হত্যাকা-কে সাম্প্রদায়িক সংস্কারের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।’
শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আহমদিয়া মুসলিম সম্প্রদায় একে ‘সম্পূর্ণ নির্মম, ভয়াবহ ও অন্যায় আক্রমণ’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।
ব্রিটেনে ৩০ লাখ মুসলিম বাস করেন। এদের মধ্যে প্রায় ৩০ হাজার আহমাদিয়া সম্প্রদায়ের ।


মন্তব্য