kalerkantho


আইএসআইএস-এর নতুন ভিডিওতে ব্রাসেলস হামলার সেলিব্রেশন

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ২২:৩১আইএসআইএস-এর নতুন ভিডিওতে ব্রাসেলস হামলার সেলিব্রেশন

ব্রাসেলসে জঙ্গি হামলার পরপরই আরও একটি ভিডিও প্রকাশ করল আইএসআইএস। প্রচারমূলক এই ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই বেলজিয়ান জিহাদিকে, যারা ব্রাসেলস হামলা নিয়ে তাদের মতামত জানাচ্ছে।

সাত মিনিটের এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে আইএসআইএ সঙ্গে যোগ থাকা একটি ওয়েবসাইটে। হামলার জেরে ব্রাসেলস বিমানবন্দর ও মোলেনবিক মেট্রো স্টেশনের কী পরিণতি হয়েছে, তাও দেখানো হয়েছে আইএসের ভিডিওতে। ব্রাসেলসে সাম্প্রতিক এই হামলায় কম করে ৩১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২৭০ জন।

'হিউমিলিয়েশন অফ দ্য ক্রুশেডারস অফ ইউরোপ' শীর্ষক এই ভিডিওতে দুই জিহাদি এই হামলাকে ইসলামের পবিত্র যুদ্ধ বলে উল্লেখ করে।

আবু আবদুল্লাহ আল-বালজিকি নামে এক বেলজিয়ান জিহাদিকে হুমকির সুরে বলতে শোনা যায়, এটা জাস্ট দুঃস্বপ্নের শুরু।

মসুলে এই ভিডিওটি শ্যুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্যারিস হামলার কিছু ফুটেজেও রয়েছে সাত মিনিটের এই ভিডিওতে।

সূত্র: এই সময়


মন্তব্য