kalerkantho


ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন ওবামা

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ১৫:০৯ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে বৈঠক করবেন। আসছে ৪ এপ্রিল হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই এবং মধ্যপ্রাচ্যের চলমান শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা হবে বলে শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরের কাছে ২২ মার্চ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। উল্লেখ্য, গেল মঙ্গলবার ব্রাসেলসের কাছে জাবেনতেম বিমানবন্দর ও  মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

 


মন্তব্য