kalerkantho


ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ১০:৪৭ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আদেন শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে আহত হয়েছেন। আল-জাজিরার খবরে বলা হয়, আইএস হামলার দায় স্বীকার করেছে। ইয়েমেনের গৃহযুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে তিনটি বোমা হামলা চালানো হলো। আইএস দাবি করেছে, আত্মঘাতী এ হামলায় আদেনের গভর্নরও নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে বলা হয়, আদেন শহরের বুরিকা অঞ্চলের একটি সামরিক চেকপয়েন্টে বিস্ফোরণ ঘটলে বেসামরিক নাগরিকসহ সেনাসদস্যরাও নিহত হন।

চেকপয়েন্টের অপর দুই বিস্ফোরণে সরাসরি সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে আহতদের সংখ্যা সঠিকভাবে জানানো হয়নি। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ইরান সমর্থিত হাইতি বিদ্রোহীদের দমনের উদ্দেশ্যে এক বছর আগে ইয়েমেনে হামলার মধ্য দিয়ে গৃহযুদ্ধের শুরু হয়। যুদ্ধ শুরু হলে অন্যান্য ইসলামিক দলগুলোও তাতে প্রবেশ করে একটা সময়।

দেশটির প্রেসিডেন্ট আবু-রাব্বু মনসুর হাদি ও সৌদি জোটের সামরিক বাহিনী হাইতি বিদ্রোহীদের কাছ থেকে গত বছর জুলাই মাসে আদেন শহর পুনরুদ্ধার করে। তবে লক্ষাধিক নাগরিকের এ শহরে এখনও থেমে থেমে হামলা-পাল্টা হামলা চলছে।

 


মন্তব্য