kalerkantho

26th march banner

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে নিহত ৩০

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১৭:৫৪ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে নিহত ৩০

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন এলাকায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হয়েছে।  

পুলিশ জানায়, দ্রুত, অসাবধানী ও মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে পৃথক সড়ক দুর্ঘটনায় বেশির ভাগ প্রাণহানি হয়েছে। মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ও গোষ্ঠী সংঘর্ষে কেবল লাক্ষ্মৌতে কমপক্ষে ১৯ জন মারা গেছে। মাদিয়ন ও গোসাগঞ্জ এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষে দুজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়াও পৃথক সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। তা ছাড়াও উত্তর প্রদেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে তুচ্ছ ঘটনায় কয়েকটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কয়েকজনের প্রাণহানি হয়েছে।

অপরদিকে হোলি উৎসব চলাকালে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫২ জন আহত হয়েছে। আহতদের অনেকেরই মাথায় আঘাত লেগেছে, কারো হাড় ভেঙে গেছে এবং কেউ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। লক্ষ্মৌর ট্রমা সেন্টারে রোগীদের ভর্তি করা হয়েছে। এ ছাড়াও নগরীর বিভিন্ন অর্থোপেডিক ওয়ার্ডও রোগীতে পূর্ণ হয়ে গেছে।


মন্তব্য