মাস দুয়েকের টালবাহানার অবসান। জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন মেহবুবা মুফতি। গতকাল পিডিপির পরিষদীয় দলের বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করেন বিধায়করা।
গত জানুয়ারি মাসে প্রয়াত হন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ। বাবার মৃত্যুর পর মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হতে চাননি। তাঁর অভিযোগ ছিল, জোট সরকারের মৌলিক চুক্তিগুলি লঙ্ঘন করছে বিজেপি। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করে বিজেপি। তারপর থেকে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়ে বিজেপি ও পিডিপির মধ্যে টালবাহানা চলছিল। ওই রাজ্যে বর্তমানে রাজ্যপালের শাসন জারি রয়েছে।
জম্মু ও কাশ্মীরে নতুন করে ফের নির্বাচন হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। তার মধ্যেই গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক করেন মেহবুবা মুফতি। প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে বলে তিনি জানান। তারপরই দুটি দলের অচলাবস্থা কাটে বলে রাজনৈতিক মহল মনে করছে।
আর আজ পিডিপির বিধায়কদের বৈঠকে মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিধানসভায় তাঁকে পিডিপির পরিষদীয় দলনেতা নির্বাচন করার জন্য বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন মেহবুবা মুফতি। এখন বিধানসভায় আস্থা ভোটে জিতলেই সরকার গঠন করতে পারবে পিডিপি ও বিজেপি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আস্থা ভোটে জয়লাভ করতে অসুবিধে হবে না মেহবুবা মুফতির। আর আস্থা ভোটে জেতার পর রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হবেন পিডিপি নেত্রী।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের