kalerkantho


উত্তর প্রদেশে হোলি উৎসবে ২৪ জন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১২:০৭উত্তর প্রদেশে হোলি উৎসবে ২৪ জন নিহত

কড়া নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা থাকার পরও ভারতের উত্তর প্রদেশে হোলি উৎসবে কমপক্ষে ২৪ জন মানুষের মৃত্যু হয়েছে।

পুলিশের বরাতে শুক্রবার এনডিটিভি বলছে, লক্ষ্ণৌতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুলান্দশহরে অপর এক দুর্ঘটনায় আরো ৯ জন মারা গেছেন। বাকিদের মৃত্যু হয়েছে মারামারি অথবা মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে।

পুলিশ বলছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। বেপরোয়া গতি ও মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনাগুলো ঘটে।

উত্তর প্রদেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামান্য ইস্যুতে কলহের সূত্রপাতের ঘটনাও বেশ কয়েকজন নিহত হওয়ার জন্য দায়ী।

রংয়ের উৎসব হোলিকেন্দ্রিক গাড়ি দুর্ঘটনায় প্রায় ২৫২ জন মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশেরই মাথায় আঘাত লেগেছে অথবা হাত-পায়ের হাড় ভেঙে গেছে।

লক্ষ্ণৌর ট্রমা সেন্টারের স্নায়ুরোগ বিভাগ মাথায় আঘাতপ্রাপ্ত রোগীতে পূর্ণ হয়ে গেছে। আহত অধিকাংশই হেলমেট ছাড়া মোটরবাইকে চড়ার কারণে মাথায় আঘাত পেয়েছেন। অর্থো ওয়ার্ডগুলোও আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে বলে জানা গেছে।

অবশ্য প্রাদেশিক ডিরেক্টর জেনারেল অব পুলিশের সদরদপ্তর থেকে মৃতের সংখ্যা জানানো হয়েছে ১৪।


মন্তব্য