kalerkantho


চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু : সিনহুয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৬ ১৯:৪৩চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু : সিনহুয়া

চীনের একটি কয়লা খনিতে বৃহস্পতিবার এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
চলতি বছর এ পর্যন্ত এ ধরনের যে কয়টি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিনহুয়া আরো জানায়, বুধবার রাতে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানঝির এক কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনিটির মালিক হচ্ছে ‘ শানঝি দোতং কয়লা খনি গ্রুপ। ’
প্রাদেশিক কমিউনিস্ট ইয়ুথ লিগ এক সামাজিক মাধ্যমে জানিয়েছে, ঘটনার সময় ওই খনিতে ১২৯ শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে ১১০ জন সেখান থেকে বেরিয়ে এসেছে।
তারা আরো জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। দেশটির খনিগুলোতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।


মন্তব্য