পাকিস্তানের করাচি বন্দরে চার শতাধিক মার্কিন সামরিক যান খালাস করা হয়েছে। চলতি মাসের ১ তারিখে করাচি বন্দরের ইস্ট হোয়ার্ট অঞ্চলে এসব গাড়ি খালাস করা হয়। আর মার্কিন সামরিক বাহিনী এসব গাড়ি আমদানি করেছে। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক এ খবর জানিয়েছে।
সরকারি কাগজপত্র এবং সূত্রগুলো বলছে, এম ভি লিবার্টি প্রমিজ নামের জাহাজে থেকে করাচি বন্দরে ৪০১টি সামরিক যানবাহন নামানো হয়েছে। এসব গাড়ির প্রতিটির ওজন আড়াই টন বলে জানানো হয়েছে। চলতি মাসের ৬ তারিখে যানবাহনগুলো করাচি বন্দর ত্যাগ করে। পাকিস্তান শুল্ক বিভাগ এসব যানবাহনের প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
তবে কোনো কোনো সূত্র বলেছে, বেশির ভাগই হুমভি জাতীয় গাড়ি ছিল। ইরাক এবং আফগানিস্তানে মার্কিন বাহিনী এ জাতীয় গাড়ি ব্যাপক ব্যবহার করেছে। আমেরিকার উইলমিংটন থেকে এসব গাড়ি জাহাজে ওঠানো হয়েছে। অবশ্য করাচি বন্দর থেকে শেষ পর্যন্ত এগুলো আফগানিস্তানে গেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। করাচি বন্দরের ইস্ট হোয়ার্ট অঞ্চলে এসব গাড়ি খালাস করা হয়। তবে ওই এলাকা লোকচক্ষু থেকে আড়াল করার জন্য কন্টেইনার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের