kalerkantho


৫০টি ইউপির ভোট বাতিলের দাবি বিএনপির

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৬ ১৯:২৭৫০টি ইউপির ভোট বাতিলের দাবি বিএনপির

৭১২ ইউপির প্রায় সবকটি নিয়ে অভিযোগ থাকলেও কারচুপি, দখল ও জালভোটের অভিযোগে অন্তত ৫০টির ভোট বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার প্রথম পর্বের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি সাংবাদিকদের বলেন, ৭১২ ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে কারচুপি, দখল, জালভোট হয়েছে। ইসির নিরপেক্ষতা প্রমাণের জন্য সুনির্দিষ্ট অভিযোগে অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের জন্য আমরা সিইসিকে বলেছি।
নোমান বলেন, মানুষকে আমরা দেখাতে চাই, তামাশার নির্বাচন হচ্ছে। প্রতিটি নির্বাচনে এ তামাশা চলছে। এ জন্যে আমরা ভোটে অংশ নেব। এ তামাশা জনগণকে দেখাতে চাই।


মন্তব্য