kalerkantho


ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী জর্জেনসেন মারা গেছেন

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ২০:০১ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী জর্জেনসেন মারা গেছেন

ডেনমার্কের প্রধানমন্ত্রী আঙ্কের জর্জেনসেন রেববার ৯৩ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৭৩ সাল এবং আবার ১৯৭৫ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দেশের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি একথা জানিয়েছে।
দলটির নেতা মেট ফ্রেড্রিকসেন এক বিবৃতিতে বলেন, ‘গণতান্ত্রিক ও সামাজিক গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনে আঙ্কেরের অবদানকে খাটো করে দেখা যায় না।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জর্জেনসেনের শাসনামলে অর্থনীতি ছিল মন্থর। সে সময় বেকারত্বের হারের ঊর্ধ্বগতি ছিল।
জনপ্রিয় হলেও দেশের অর্থনীতির সংস্কারে তিনি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে সমালোচিত হন।
ডেনমার্কের ইউরোপীয় ইকোনোমি কমিউনিটিতে যোগ দেয়ার ওপর এক গণভোটে হ্যা জয়যুক্ত হওয়ার পর তিনি ১৯৭২ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন।
পরের বছর ডেনমার্ক সংগঠনটির সদস্য হয়।


মন্তব্য