kalerkantho


ইনস্টাগ্রামে যোগ দিলেন পোপ, ১২ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ০০:৩৫ইনস্টাগ্রামে যোগ দিলেন পোপ, ১২ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার

টুইটারে তিনি আগেই যোগ দিয়েছিলেন, এবার আরও এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইন্সটাগ্রামেও যোগ দিলেন পোপ ফ্রান্সিস৷ যোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা দাঁড়িযেছে দশ লাখ৷
শনিবারই ইন্সটাগ্রামে যোগ দেন পোপ৷ নিজের প্রার্থনারত একটি ছবি পোস্ট করেন খ্রিস্টীয় ধর্মগুরু৷ ফ্রান্সিকাস নামে অ্যাকাউন্টটির মাধ্যমে পোপের বাণী, ভিডিও পোস্ট করা হবে৷ গত মাসেই ভ্যাটিকানে গিয়ে পোপের সঙ্গে দেখা করেন ইন্সটাগ্রাম প্রধান কেভিন সিস্ট্রম৷
২০১২ সালে টুইটারে যোগ দেন পোপ ফ্রান্সিস৷ নয়টি ভাষায় আছে পোপের টুইটার হ্যান্ডেল ‘@পন্টিফেক্স'৷ টুইটারে পোপের ফলোয়ারের সংখ্যা তিন কোটি৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য