kalerkantho


নারী ফটোগ্রাফারের লেন্সবন্দি ভালবাসার রূপকথা

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ০০:২৭নারী ফটোগ্রাফারের লেন্সবন্দি ভালবাসার রূপকথা

সারা পৃথিবী জুড়ে তাঁর অভিযান ভালবাসার মুহূর্ত সন্ধানে৷ ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, স্পেন কোথায় না এর টানে ছুটে গেছেন তিনি৷ যেখানেই গেছেন, সেখানেই খোঁজ করেছেন, ভালবাসার সেইসব মানুষদের যাঁরা জড়তা ছেড়ে লেন্সের সামনে ধরা দেবেন স্বাভাবিক অন্তরঙ্গতায়৷ কোনোরকম কৃত্রিমতা যে ছবিতে লেশমাত্র থাকবে না, তা তুলতেই দুনিয়া ঘুরেছেন তিনি৷ তিনি নাতালিয়া মিন্দ্রু৷

রোমানিয়ার এই নারী ফটোগ্রাফার যে ছবি তুলেছেন, তা চাইলেই কোনও স্টুডিওতে শুট করাতে পারতেন তিনি৷ কিন্তু ভালবাসার সেই মেকি মুহূর্ত বন্দি করতে রাজি হননি নাতালিয়া৷ আর তাই প্রায় সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন তিনি৷ প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতিদের অনুরোধ করেছেন তাঁর ক্যামেরার সামনে সহজ হয়ে ধরা দিতে৷ পেয়েও গিয়েছিলেন সেরকম কিছু ইচ্ছুক জুড়িকে৷ দুনিয়াজোড়া ভালবাসার সেইসব মুহূর্তকথা তিনি সংকলিত করেছেন আরবান লাভ স্টোরিজ নামে এক সিরিজে৷ ফটোগ্রাফি যাঁরা ভালবাসেন, তাঁদের কাছে এই সিরিজ যে নিঃসন্দেহে এক বড় উপহার তা বলার অপেক্ষা রাখে না৷  

তাঁর কাজের এক বিশেষ ধরনও আছে৷ প্যারিস কিংবা বুচারেস্ট যেখানেই তিনি ছবি তুলতে যান, আগেভাগে জানিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়. প্রেমিক-প্রেমিকা বা দম্পতি জোড়ি নিজেরাই যোগাযোগ করেন তাঁর সঙ্গে৷ এখনও তিনি জারি রেখেছেন সে প্রক্রিয়া৷ নতুন জোড়িতে অন্তরঙ্গতার নয়া আখ্যান এখন তুলে আনতে চাইছেন তিনি৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য