kalerkantho


একবার প্রেসিডেন্ট হতে দিন সব বদলে দেব : ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ০০:০৪একবার প্রেসিডেন্ট হতে দিন সব বদলে দেব : ট্রাম্প

আমাদের চেয়ে দুবাই, চীন অনেক ভালো অবস্থায়। সেখানে গিয়ে রাস্তা দেখুন, অন্য পরিকাঠামো দেখুন। কত উন্নত!‌ পাবেন বুলেট ট্রেন। আর আমাদের নিউ ইয়র্কের ট্রেন দেখুন। মনে হবে ১০০ বছর পিছিয়ে গেছি। আরে বন্ধুরা, আমরা তো আস্তে আস্তে তৃতীয় বিশ্বের দেশ হয়ে গেছি। তবে একবার আমায় প্রেসিডেন্ট হতে দিন। সব আগাপাশতলা বদলে দেব। উটার সল্ট লেক সিটিতে রিপাবলিকানদের সভায় বললেন ওই দলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার উটার সঙ্গে জি ও পি (‌রিপাবলিকান)‌ প্রাইমারি নির্বাচন রয়েছে আমেরিকান সামোয়া এবং আরিজোনায়। গত মঙ্গলবার ফ্লোরিডা, ইলিনয় এবং নর্থ ক্যারোলাইনায় প্রাইমারি জিতে উদ্দীপ্ত ট্রাম্প বলেন, দক্ষিণ আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতেও আমাদের ভয়াবহ ক্ষতি হয়েছে। মুক্ত বাণিজ্য ব্যাপারটা শুনতে ভালোই। কিন্তু সেখান থেকে লাভ করতে হলে আমাদের দিকে আরও অনেক স্মার্ট লোক চাই। তেমন লোক আমাদের এখন নেই। প্রেসিডেন্ট হলে সব ঠিক করে দেব। আমরা তো দিন দিন গরিব হয়ে যাচ্ছি। ভাবতে পারবেন না কী বিরাট ঘাটতি নিয়ে চলতে হচ্ছে আমাদের। আমরা একটা বিপুল, কুৎসিত বুদবুদের ওপর বসে রয়েছি। ঠিক সময়ে সামলাতে না পারলে সেটা যে কোনো দিন ফেটে যেতে পারে।
পাশাপাশি ফক্স নিউজের জনপ্রিয় অ্যাঙ্কার মেগান কেলির বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন ট্রাম্প। মেগান অস্বস্তিকর প্রশ্ন করাতেই চটেছেন তিনি। ফক্স নিউজের শো ‘‌দি কেলি ফাইল’‌ বয়কট করার ডাক দিয়েছেন। তাতে ঢিঢি পড়েছে। ফক্স নিউজ তো বটেই, অন্য টিভি চ্যানেল এবং সংবাদপত্রের সাংবাদিকরাও তীব্র বিরোধিতা করেছেন ট্রাম্পের এই নবতম সাংবাদিক-‌বিরোধিতার।

সূত্র: আজকাল


মন্তব্য