kalerkantho


ভারতে গরুকে রাষ্ট্রমাতা করার দাবিতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ০১:০৫ভারতে গরুকে রাষ্ট্রমাতা করার দাবিতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

গরুকে রাষ্ট্রমাতার মর্যাদা দিতেই হবে, এই ছিল দাবি। যদি না দেওয়া হয়, তবে আত্মহত্যা করবেন তাঁরা। দাবি নিয়ে গরু রক্ষা একতা সমিতির ৬ সদস্য রাজকোটের জেলাশাসকের দপ্তরের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আপাতত গ্রেপ্তার হওয়ার পর হাসপাতালে চিকিত্‍সাধীন সকলে। পুলিশ জানিয়েছে, কারও অবস্থা তেমন গুরুতর নয়।

গতকাল এই মর্মে ওই ৬ জন জেলাশাসককে একটি স্মারকলিপিও দেন। সঙ্গে ২৪ ঘণ্টার সময় দিয়ে জানান, বৃহস্পতিবারের মধ্যে যদি তাঁদের দাবি মতো গরুকে রাষ্ট্রমাতার মর্যাদা না দেওয়া হয়, তবে জেলাশাসকের দপ্তরের সামনেই বিষ খেয়ে আত্মহত্যা করবেন সকলে।

স্থানীয় থানার ইন্সপেক্টর কল্পেশ চাওডা জানিয়েছেন, কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে এঁরা ঠিক বিষ খাননি। বিষ জাতীয় কিছু একটা খেয়ে থাকতে পারেন বলে মত চিকিত্‍সকদের। পুলিশ দ্রুত এঁদের গ্রেপ্তার করে রাজকোট হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিত্‍সার পর প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে খবর। হাসপাতালেই আপাতত পুলিশের নজরবন্দি রয়েছেন তাঁরা।

সূত্র: এই সময়


মন্তব্য