kalerkantho


নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় ব্লু ডায়মন্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় ব্লু ডায়মন্ড

রঙ তার নীল৷ আকার ক্যারেটের ভিত্তিতে 10.10৷ দক্ষিণ আফ্রিকার খনি থেকে তুলে এনে এগারো কাটে তাঁকে সাজিয়ে তুলেছে লন্ডনের ‘ডে বিয়ার্স'৷ পৃথিবীর সবচেয়ে বড় ব্লু ডায়মন্ড৷ অবশেষে উঠছে নিলামে৷

আগামী মাসেই হং কং-এ নিলামে তোলা হবে এই ফ্যান্সি ওভাল ব্লু বিউটিকে৷ দাম ধরা হচ্ছে 30 মিলিয়ন ডলার থেকে 35 মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় প্রায় 200 কোটি টাকা থেকে 230 কোটি টাকা৷

এমনিতেই ব্লু ডায়মণ্ড দুষ্প্রাপ্য৷ তায় আবার 10 ক্যারেটের বেশি৷ সেই কারণেই বিক্রির আগে বিশ্বভ্রমণে নিয়ে যাওয়া হবে পৃথিবীর সবচেয়ে বড় নীল হিরেকে৷ লন্ডন, জেনেভা, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর আর তাইপেইতে ছড়াবে তার দ্যুতি৷ জানিয়েছেন নিলামকারী সংস্থার ডেপুটি চেয়ারম্যান কোয়েক চিন ইয়াও৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য