kalerkantho

25th march banner

চিড়িয়াখানায় সিংহকে চুম্বন ছুঁড়ল ছোট্ট মেয়ে, দেখে নিন সিংহের প্রতিক্রিয়া [ভিডিওসহ]

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ২৩:৪২চিড়িয়াখানায় সিংহকে চুম্বন ছুঁড়ল ছোট্ট মেয়ে, দেখে নিন সিংহের প্রতিক্রিয়া [ভিডিওসহ]

আদর করলে কী এমন কেউ করে! ছোট্ট মেয়েটি এক্কেবারেই ভাবতে পারেনি তার ভালোবাসার এই প্রতিদান আসবে! হাত-পা ছুঁড়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে যে! আসলে শুধু তো পশু নয়, পশুরাজ। তার মেজাজমর্জির হদিশ কে জানে! সে কি আর ভালোবাসার মর্ম বুঝবে? ছোট্ট মেয়েটিও যেন অবশেষে বুঝল, পশুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চিড়িয়াখানায় মোটা কাচের দেওয়ালের দুই পাশে একটি ছোট্ট মেয়ে আর একটি সিংহ। পুতুলের মতো সুন্দর মেয়েটি সিংহটির দিকে চুম্বন ছুঁড়ে দিচ্ছে। কিন্তু এতে সিংহটি যে প্রতিক্রিয়া দেখাল তা আদৌ বন্ধুত্বপূর্ণ নয়। সিংহটি থাবা তুলে এগিয়ে যেতে চাইল মেয়েটির দিকে। কাঁচের দেওয়ালে সিংহটি যখন আঁচড় কাটছে বিস্ময়ে তখন পাথরের মতো দাঁড়িয়ে মেয়েটি।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য