kalerkantho


হিরোশিমার সুড়ঙ্গ রাস্তায় আগুন, দুজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১২:২৬হিরোশিমার সুড়ঙ্গ রাস্তায় আগুন, দুজনের মৃত্যু

জাপানের হিরোশিমা প্রদেশের এক সুড়ঙ্গ রাস্তায় অগ্নিকাণ্ডে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হিরোশিমা প্রদেশের হিগাশি সিটির সায়ানো এক্সপ্রেস রাস্তায় এই ঘটনা ঘটে।

হিরোশিমার পুলিশ বলছে, সকালে আট শ মিটারের ওই সুড়ঙ্গ রাস্তার ৬০০ মিটারের মাঝামাঝি স্থানে আগুন দেখা দিলে চলন্ত ১২টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হন। গাড়িতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সংথ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সকাল ১০টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ওই রাস্তায় শতাধিক গাড়ি আটকা পড়ে। জাপানে মাঝে-মধ্যেই সুরুঙ্গ রাস্তায় আগুন লেগে যায়। প্রায় সময় ট্রেনগুলোর বিলম্ব হওয়ার কারণও এই আগুন লাগার ঘটনা।

 


মন্তব্য