kalerkantho


ভারতে কাবাডি খেলোয়াড়কে গুলি করে খুন(ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৬ ১৭:১১ভারতে কাবাডি খেলোয়াড়কে গুলি করে খুন(ভিডিওসহ)

দিনের আলোয় রাস্তায় ফেলে খুন করা হল ভারতের জাতীয় স্তরের একটি কাবাডি খেলোয়াড়কে। নিজের বাড়ির সামনেই সুখবিন্দর নারওয়াল নামে ওই অ্যাথলিটককে খুন করে দুই ব্যক্তি। হরিয়ানার রোহতকে এই ঘটনা ঘটেছে। এই খুনের পুরো ছবিই ধরা পড়েছে পাশের একটি বাড়ির সিকিউরিটি ক্যামেরায়।

প্র্যাকটিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিজের মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন কাবাডি খেলোয়াড় সুখবিন্দর নারওয়াল। ভিডিও'তে দেখা যাচ্ছে, স্কুটারে চড়ে দুই ব্যক্তি তাঁর সামনে আসে। পরপর তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোঁড়ে ওই দুজন। দুই খুনিই কালো প্যান্ট পরেছিল। একজনের পায়ে ছিল গোলাপী রঙের স্নিকার। তবে ছবি হাতে পেয়েও দুই দুষ্কৃতিকে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

এই প্রথম নয়, এর আগেও মাত্র তিন মাস আগেই একই ধরনের ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে। মোটরসাইকেলযোগে এসে এক ব্যক্তি গুলি করে খুন করে দীপক কুমার নামে এক কবাডি খেলোয়াড়কে।সূত্র: এই সময়

 


মন্তব্য