kalerkantho


কানহাইয়াসহ ৫ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ ভারতের জেএনইউ তদন্ত কমিটির

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৬ ১৮:৩৮কানহাইয়াসহ ৫ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ ভারতের জেএনইউ তদন্ত কমিটির

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারসহ পাঁচ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে।
রাষ্ট্রদ্রোহের মামলায় জামিনে রয়েছেন কানহাইয়া কুমার। আর একই মামলায় উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য এখনও জেলে।
জেএনইউ সূত্র জানায়, শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ কুমার ও চিফ প্রক্টর এ দিমরি। জেএনইউ ক্যাম্পাসে আফজাল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিতর্কিত অনুষ্ঠানের সঙ্গে ‘যুক্ত’ থাকার জেরে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে কানহাইয়াদের বিরুদ্ধে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করছিল জেএনইউয়ের এক তদন্ত কমিটি
গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেয়ার ঘটনা তদন্তে ওই কমিটি গঠিত হয়।
গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জেএনইউ শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এরপর কানহাইয়া ও উমরসহ ২১ জনকে শোকজ করা হয়। তবে ছাত্ররা শোকজ প্রত্যাখান করেছে।


মন্তব্য