kalerkantho


খেলার মাঠে ঢুকে পড়ল ষাঁড়, তারপর...

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৬ ০০:০৬খেলার মাঠে ঢুকে পড়ল ষাঁড়, তারপর...

খেলার মাঠে খেলা চলাকালীন নানা সময় নানা অদ্ভূত ঘটনা ঘটতে দেখা গেছে। কখনও মাঠে কুকুর ঢুকে যায়। কখনও আবার খেলার মাঠে হঠাৎ করে ফ্লাড লাইট নিভে অন্ধকার। এসব অদ্ভূত ঘটনা তো প্রায়ই দেখা যায়। কিন্তু কখনও দেখেছেন কি মাঠে ষাঁড়ের তাড়া খেয়ে বল ছেড়ে মাঠের বাইরে দৌড় দিচ্ছে্ন ফুটবলার!

কুইনসল্যাণ্ডের এক ফুটবল ম্যাচ এমনই অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল। খেলা চলাকালীন হঠাৎই মাঠে ঢুকে পড়ে একটি ষাঁড়। আর সেই ষাঁড় তাড়া করতে থাকে ফুটবলারকে। বল ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন ওই ফুটবলার।

সূত্র: কলকাতা

 


মন্তব্য