kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


দিল্লিতে কাঁচা মরিচ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ২২:৫২দিল্লিতে কাঁচা মরিচ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু

কাঁচা মরিচ খেয়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। কাঁচা মরিচ খাওয়ার পরই তার শ্বাসকষ্ট শুরু হয়। চিকিত্সা করা হলেও ২৪ ঘন্টার মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শিশুর দেহের ময়নাতদন্ত হয় অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, শ্বাসনালিতে গ্যাসট্রিক ফ্লইড ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির।
কয়েক মাস আগে ঘটে যাওয়া এই বিরল দুর্ঘটনাটি মেডিকো-লিগাল জার্নালে প্রকাশিত হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, কাঁচালঙ্কা খাওয়ায় ফলে গ্যাসট্রিক ফ্লুইড শিশুটির শ্বাসনালীতে ঢুকে গিয়ে দমবন্ধ করে দেয়।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য