kalerkantho


তিন সপ্তাহ ধরে চলা ধর্মঘট তুলে নিল ফিলিস্তিনি শিক্ষকরা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১৮:৪০তিন সপ্তাহ ধরে চলা ধর্মঘট তুলে নিল ফিলিস্তিনি শিক্ষকরা

পশ্চিম তীরের সরকারি স্কুলগুলোর শিক্ষকরা তিন সপ্তাহ ধরে চলা ধর্মঘট তুলে নিয়ে রবিবার কাজে ফিরে গেছেন। কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকরা এ ধর্মঘটে যান।
শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেয়ার পর শিক্ষকরা কাজে ফিরে যেতে সম্মত হয়েছেন। ‘শতভাগ ক্লাস পুনরায় চালু হয়েছে।’
শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে প্রচ- চাপের সম্মুখীন হওয়া আব্বাস শনিবার শিক্ষকদের কাছে তাদের বেতন-ভাত ১০ শতাংশ বৃদ্ধি, একটি ব্যবস্থাপনা পর্যালোচনা এবং ২০১৩ সালে চলা একটি কর্ম চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
ধর্মঘটের একজন আয়োজক নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আবেদনের প্রেক্ষিতে ধর্মঘটটি তুলে নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে শিক্ষকরা আবার ধর্মঘটে যেতে প্রস্তুত রয়েছে।


মন্তব্য