kalerkantho


সিরিয়ায় ভ্রমণ চেষ্টার অভিযোগে ইন্দোনেশিয়ায় আটক ১৪

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১৮:৩৪সিরিয়ায় ভ্রমণ চেষ্টার অভিযোগে ইন্দোনেশিয়ায় আটক ১৪

সিরিয়ায় অবৈধভাবে ভ্রমণ চেষ্টার অভিযোগে রোববার সাত শিশুসহ ১৪ জনকে আটক করেছে ইন্দোনেশিয়া। দেশটির কয়েকশ’ লোক ইতোমধ্যে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)’র মত বিভিন্ন চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল বলেন, ইন্দোনেশিয়ার ১৪ নাগরিককে জাকার্তার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়। তারা একটি বিমানে করে ব্যাংকক যাওয়ার চেষ্টা করছিল। সেখান থেকে তাদের সিরিয়া যাওয়ার পরিকল্পনা ছিল।
আটককৃতদের মধ্যে তিন শিশুসহ পাঁচ জন জাকার্তার পশ্চিমাঞ্চলের তানগেরাং এলাকা এবং এক শিশুসহ অপর পাঁচজন বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
তবে আটককৃতদের আইএসে যোগ দেয়ার পরিকল্পনা ছিল কিনা সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।
এএফপি জানায়, ইতোমধ্যে ইন্দোনেশিয়ার কয়েকশ’ লোক জিহাদিদের সঙ্গে যোগ দিতে ইরাক ও সিরিয়া গেছেন। জিহাদিরা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে খেলাফত ঘোষণা করেছে।


মন্তব্য