kalerkantho

26th march banner

পাকিস্তানে প্রবল বর্ষণে ২৮ জনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১৭:৪৬পাকিস্তানে প্রবল বর্ষণে ২৮ জনের মৃত্যু

পাকিস্তানে প্রবল বর্ষণে রোববার মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে আরো বাড়িঘর ধসে পড়ে এ ঘটনা ঘটেছে।
দেশটির কর্মকর্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত তিন দিনে ১৭ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৬ জন এবং পার্শ্ববর্তী উপজাতীয় এলাকাগুলোতে ৫ জন মারা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই ঘটনায় নিহতদের মধ্যে ৪ নারী ও ৬ শিশু রয়েছে।
উভয় অঞ্চলে ৫০ জনের বেশি লোক আহত হয়েছে।
মধ্যাঞ্চলীয় প্রদেশ পাঞ্চাবের কমৃকর্তারা জানান, তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করছেন।
বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান জাহিদ সেলিম বলেন, ‘ছাদ ধসে অথবা বজ্রপাতে অন্তত ১৭ জন মারা গেছে। ’
খাইবার পাখতুনখাওয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কৃর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, উত্তরপশ্চিমাঞ্চলেও বাড়ি ধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।


মন্তব্য