kalerkantho


অবাধ্য সন্তানকে হাসপাতালে ফেলে চলে গেলেন মা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ২৩:৪৫অবাধ্য সন্তানকে হাসপাতালে ফেলে চলে গেলেন মা

সন্তান রাগী, অবাধ্য হওয়ায় তাকে সামলাতে না পেরে হাসপাতালেই ফেলে রেখে চলে গেলেন মা।

জানা গেছে, ওই মহিলা পশ্চিম জর্ডনের উটাহ-তে জর্ডন ভ্যালি মেডিক্যাল সেন্টার হাসপাতালে তাঁর ৮ বছরের সন্তানকে রেখে চলে যান। সঙ্গে রেখে যান একটি চিরকুট। সেখানে লেখা, তাঁর সন্তান খুব রাগী, অবাধ্য। তাই তাকে বাড়িতে রাখতে চাই না।
তিনি ওই কাগজে আরও লেখেন, দায়ে পড়েই এই কাজ করেছেন তিনি।

হেনস্থা ও সন্তানকে পরিত্যাগ করার দায়ে ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদি দোষ প্রমাণিত হয়, তবে তাঁর ৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

কোর্ট জানিয়েছে, বাচ্চাটার ওপর যে তার মা অত্যাচার করতেন, সে প্রমাণ রয়েছে। শিশুটির হাতে রয়েছে কালশিটে দাগ। তাকে চামচ দিয়েও মারতেন তার মা।

যদিও একথা অস্বীকার করেছেন বাচ্চাটির মা। ওই মহিলা বলেছেন, তার ছেলে খুব অবাধ্য, রাগী। মাকে নাম ধরেই ডাকে। কোনও নিয়ম রীতি মানে না। প্রকাশ্যে সকলের সামনে প্যান্ট খুলে ফেলে। তাই অগত্যা তাকে হাসপাতালে রেখে আসার সিদ্ধান্ত নেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ওই মহিলার। ৪ সন্তান তাঁর কাছেই রয়েছেন। কিন্তু একা একা ৪ সন্তানকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য