kalerkantho


ক্লাসের বাইরে নগ্ন দাঁড় করিয়ে শাস্তি!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ১৩:৪০ক্লাসের বাইরে নগ্ন দাঁড় করিয়ে শাস্তি!

বাড়ির কাজ ঠিকমতো না করায় ক্লাসের বাইরে দুই শিশুকে নগ্ন দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের মালওয়ানির একটি টিউটোরিয়াল ক্লাসে। সেখান থেকে যাওয়ার সময় এক পথচারী দৃশ্যটি দেখে ভিডিও করে ওয়াটসঅ্যাপে ছেড়ে দেয়। আজ রবিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিশুদের মধ্যে একজন দ্বিতীয় ও অন্যজন তৃতীয় শ্রেণিতে পড়ে।
 
পুলিশের ভাষ্যে, মুম্বাইয়ের পুলিশের কমিশনার দত্ত ফাদসালগিকার ওয়াটঅ্যাপে ভিডিওটি দেখার পর এটি সবার সামনে আসে। তিনি ওই ক্লাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মালওয়ে পুলিশে সেখানকার শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার শ্রী টিউটোরিয়াল ক্লাসে এই ঘটনা ঘটে। বাড়ির কাজ না করার শিক্ষক ওই শিশু দুটিকে শাস্তিস্বরূপ নগ্ন করিয়ে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে।
 
ওই টিউটোরিয়াল তিন সদস্যের একটি পরিবার পরিচালনা করে। সদস্যরা হলেন : গণেশ নাইর, মা শ্রীদেবী ও বোনজামাই সারোজ। গণেশ মিড-ডের কাছে দাবি করেছেন, ওই শিশুদের বাবা-মা ক্লাসে উপস্থিত ছিলেন। তাদের প্রণোদনায় শিশুদের নগ্ন করা হয়েছিল। জ্যেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর মিলিন্দ খেতলে বলেছেন, দুই শিক্ষকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ৮২ ও ৭৫ ধারায় মামলা করা হয়েছে।

 


মন্তব্য